ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মিয়ানমারে জান্তা বিরোধী গ্রামে অভিযানে নিহত ৩৫

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১ জুলাই ২০২৩ ০০:২২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১ জুলাই ২০২৩ ০০:২২

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সামরিক জান্তা বিদ্রোহী গোষ্ঠীর গ্রামে অভিযান চালিয়ে ৩৫ জন বিদ্রোহীকে হত্যা করেছে।

বুধবার (২৮ জুন) সাগাইং অঞ্চলের দুটি গ্রামে বিদ্রোহী গোষ্ঠীগুলোর ওপর চালানো হয় এই হামলা। খবর ইরাবতীর।

এ সময় জব্দ করা হয় তাদের সাথে থাকা অস্ত্র ও গোলাবারুদ। জান্তা সরকার দ্বারা গেলো চার দিনেই এত সংখ্যক যোদ্ধা নিহতের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে।

অতর্কিত হামলায় চালিয়ে সাগাইং জেলা পিপলস ডিফেন্স ফোর্সের একজন ডেপুটি কমান্ডারসহ ১৪ জনকে হত্যা করা হয়। রোববারের আরেক হামলায় দুই মহিলা যোদ্ধাসহ ১৭ জন নিহত হয়। এর আগের আরেকটি হামলায় গ্রাম টহল পুলিশের তিন সদস্য নিহত হয়। টেলিগ্রাম চ্যানেলগুলোর প্রকাশিত ভিডিওতে সেনাদের মরদেহ সরাতে দেখা যায়।



আপনার মূল্যবান মতামত দিন: