ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কা মন্ত্রিসভার গণপদত্যাগ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২২ ১৯:৩০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৪ এপ্রিল ২০২২ ১৯:৩০

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : সংকট ঘনীভূত হওয়ায় শ্রীলঙ্কার মন্ত্রিসভার সদস্যরা একযোগে পদত্যাগ করেছেন। শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার ২৬ সদস্য রবিবার (৩ এপ্রিল) রাতে এক বৈঠকে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগের বিষয়ে দেশটির সাবেক শিক্ষামন্ত্রী দিনেশ গুণবর্ধন বলেছেন, কারফিউ সত্ত্বেও সরকারবিরোধী বিক্ষোভ আরো বেড়েছে। তাই বাধ্য হয়ে মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করেছেন।

ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনার পর এ সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, সকল মন্ত্রী তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন যাতে প্রেসিডেন্ট নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন।

২২ মিলিয়নের দেশটিতে খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র ঘাটতির বিরুদ্ধে জনগণের ক্ষোভের মধ্যে যারা পদত্যাগ করেছেন তাদের মধ্যে শক্তিশালী রাজাপাকসে পরিবারের তিন সদস্য রয়েছেন।

রবিবার (৩ এপ্রিল) দ্বীপ দেশটি জুড়ে কারফিউ অমান্য করে হাজার হাজার লোক ২০১৯ সালে ক্ষমতায় আসা রাজাপাকসে পরিবারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে। এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করলেন।



আপনার মূল্যবান মতামত দিন: