ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তান সরকারের উদ্যোগ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৭ মে ২০২৩ ২০:৩৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৭ মে ২০২৩ ২০:৩৪

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল ও দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সমমনা বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে একটি ফাইল তৈরির প্রস্তাব অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জাতীয় য় পরিষদে অনুমোদন পাওয়া প্রস্তাব অনুসারে, প্রধান বিচারপতি এবং অন্যান্য সমমনা বিচারপতিদের কথিত অসদাচরণের বিষয়টি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে জানাতে অভিযোগ প্রস্তুত ও দায়েরে পাঁচ সদস্যের সংসদীয় কমিটি গঠন করা হবে।

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেয়া জামিন নিয়ে ক্ষমতাসীন জোটের অসন্তোষের মধ্যেই সোমবার (১৫ মে) প্রস্তাবটি পাস হয়।

৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। পরদিন বিশেষ আদালত (অ্যাকাউন্টিবিলিটি কোর্ট) এ মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ইমরান খানকে গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে পিটিআই। আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ মে শুনানি হয়। এতে আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের গ্রেপ্তার বেআইনি ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ আদালত। পরে ইসলামাবাদ হাইকোর্টের দুই বিচারপতির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ তার দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন।



আপনার মূল্যবান মতামত দিন: