ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পদত্যাগের সম্ভাবনা নাকচ করলো ইমরান খান

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১ এপ্রিল ২০২২ ২০:৪৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১ এপ্রিল ২০২২ ২০:৪৮

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ক্ষমতার লোভে নয়, মানুষের সেবা করতে আমি রাজনীতিতে যোগ দেই। পদত্যাগের সম্ভাবনা নাকচ করে তিনি বলেন, শেষ বল পর্যন্ত আমি লড়াই চালাব। অনাস্থা ভোটের মুখোমুখি হব।

বৃহস্পতিবার (৩১ মার্চ) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ইমরান খানের প্রধানমন্ত্রীত্ব থাকবে কিনা তা আগামী রবিবার (৩ এপ্রিল) তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে নির্ধারিত হবে।

অনাস্থা ভোটে তিনি হেরে গেলে পাকিস্তান আবারো দাসত্ব, দুর্নীতির পথে এগিয়ে যাবে। তিনি জিতে গেলে ‘নয়া’ পাকিস্তান আরো শক্তিশালী হবে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরান খান বলেন, মানুষের সেবা করতে আমি রাজনীতিতে যোগ দেই। আমি ভাগ্যবান যে আল্লাহ আমায় খ্যাতি, অর্থ সবকিছু দিয়েছেন। আমি যখন রাজনীতিতে যোগ দিয়েছিলাম, তখন আমার তিনটি লক্ষ্য ছিল- বিচার সুনিশ্চিত করা, মনুষ্যত্ব এবং আত্মনির্ভরতা।

বিদেশি শক্তির সাহায্য নিয়ে তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব নিয়ে কেনাবেচা চলছে।

এক ভারতীয় সাংবাদিকের বইয়ের উদাহরণ তুলে ইমরান বলেছেন, ওই বইয়ে সুনির্দিষ্ট ভাবে লেখা আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমাদের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নেপালে গোপন বৈঠক করেছেন।

এদিকে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের গুরুত্বপূর্ণ অধিবেশন আগামী রবিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। তিন দিন বিরতির পর বৃহস্পতিবার (৩১ মার্চ) অধিবেশন শুরু হলেও কয়েক মিনিট পরই তা মুলতবি ঘোষণা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: