ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আফগানিস্তানে বিস্ফোরণ: নিহত অন্তত ৬

আল আমিন | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩ ০০:০৯

আল আমিন
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩ ০০:০৯

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মালিক আসগর স্কোয়ারে সোমবার দুপরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার পথে একটি নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরণ হয়।

আফগান সরকারের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, তাদের বাহিনী হামলাকারীকে লক্ষ্যবস্তু করেছিল, কিন্তু সে যে বিস্ফোরক বহন করেছিল তা বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি টাকোর সোমবার টুইট করে বলেছেন, বিস্ফোরণে ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, মন্ত্রণালয়ের কাছে একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত করা হয়েছিল। কিন্তু তাকে হত্যা করা হলেও তার কাছে থাকা বিস্ফোরকের বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: