ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পাকিস্তানে কারের সঙ্গে সংঘর্ষের পর বাস খাদে, নিহত ৩০

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৬

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে কারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৩০ জন। আহত হয়েছেন আরও ১৫ জন।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

গিলগিট-বাল্টিস্তানের দিয়ামের জেলার সিনিয়র সুপারিনডেন্ট (এসএসপি) শের খান জানান, বাসটি যাত্রী নিয়ে এই মহাসড়ক ধরে ঘিজার থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল। আর দুর্ঘটনাকবলিত কারটি বিপরীত দিক থেকে আসছিল।

ডনের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ১৬ জন বাসের আরোহী, পাঁচজন কারের। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত ২৯ জানুয়ারি পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সেতুর স্তম্ভের সঙ্গে ধাক্কা খেয়ে একটি বাস কাত হয়ে নিচে পড়ে যায়। এতে নিহত হন ৪০ জন। বাসটিতে মোট ৪৮ আরোহী ছিলেন।

মঙ্গলবার রাতের ভয়াবহ এই দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দুর্ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: