
বিদেশবার্তা ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রার অবমূল্যায়ন অব্যাহত আছে। শুক্রবারও (৩ ফেব্রুয়ারি) পাকিস্তানি রুপির ব্যাপক দরপতন ঘটেছে। দেশটির আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ২৭৬ রুপিতে। ইতিহাসে যা সর্বকালের সর্বনিম্ন।
স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) তথ্য অনুযায়ী, এদিন দেশটির মুদ্রার দাম কমেছে ৫ দশমিক ২২ রুপি বা ১ দশমিক ৮৯ শতাংশ। ডলার প্রতি মূল্য স্থির হয়েছে ২৭৬ দশমিক ৫৮ রুপিতে। বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, সবমিলিয়ে চলতি অর্থবছরে গ্রিনব্যাকের বিপরীতে পাকিস্তানি রুপির দর কমেছে ২৫ দশমিক ৯৩ শতাংশ। কেবল এক দিনেই মুদ্রাটির রেকর্ড দরপতন ঘটেছে। চলমান বছরের শুরু থেকে তা অব্যাহত আছে।
এই পরিস্থিতিতে ইসলামাবাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন পাকিস্তানের নীতিনির্ধারকরা। তাদের লক্ষ্য, ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে বৈশ্বিক ঋণদাতা গোষ্ঠীটির কাছ থেকে অর্থছাড় করা।
আইজিআই সিকিউরিটিজের গবেষণা প্রধান সাদ খান বলেন, আইএমএফের সঙ্গে চলমান বৈঠকে অংশগ্রগণের নেতিবাচক মনোভাবের কারণে রুপির মান কমেছে। অন্যদিকে বিশ্ববাজারের আবারও ডলারের দাম বেড়েছে।
তিনি বলেন, ইতোমেধ্যে আমাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন-আইএমএফের কারণে কঠিন সময় পার করছে পাকিস্তান। এতে বাজারে কুপ্রভাব পড়েছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপক কমেছে। এরই মধ্যে যা তলানিতে গিয়ে ঠেকেছে।
আপনার মূল্যবান মতামত দিন: