ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

৭২ জন আরোহী নিয়ে নেপালে বিমান বিধ্বস্ত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৩ ০০:৩৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৩ ০০:৩৪

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ৭২ জন আরোহী নিয়ে দক্ষিণ এশিয়ার দেশ নেপালে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। নেপালি সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইইয়েতি এয়ারলাইন্সের একটি এটিআর ৭২ বিমান পোখারায় বিধ্বস্ত হয়েছে। ফ্লাইটটি কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল এবং বিমানটিতে মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, খারাপ আবহাওয়ার মধ্যে পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় বিমানটি বিধ্বস্ত হয়। পোখরা বিমানবন্দরের ভূখণ্ডটি পাহাড়ে ঘেরা। বিমানটি রানওয়েতে বিধ্বস্ত হওয়ার সাথে সাথে আগুন ধরে যায়।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুর্ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও। ভিডিওগুলিতে, দুর্ঘটনাস্থল থেকে আগুন ও ধোঁয়ার বরফ উড়তে দেখা যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: