
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতির জন্য কাজ করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
তিনি বলেন, চীন সম্পর্কের স্থিতিশীল ও সুষ্ঠু বৃদ্ধির মাধ্যমে ভারতের সাথে কাজ করতে প্রস্তুত।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসারে রবিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীন ও ভারত কূটনৈতিক এবং সামরিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ বজায় রেখেছে। উভয় দেশই সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চীন-ভারত সম্পর্কের স্থিতিশীলতা ও দৃঢ়তার জন্য ভারতের সাথে কাজ করতে প্রস্তুত।’
সূত্র : এনডিটিভি।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: