
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুক্রবার আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় এক পুলিশ ও দুই জঙ্গি নিহত এবং কমপক্ষে ছয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজন পুলিশ এবং দুজন বেসামরিক নাগরিক। সন্দেহভাজন জঙ্গিরা শহরের একটি তল্লাশিচৌকিতে বিস্ফোরণটি ঘটায় বলে জানা গেছে।
টেলিভিশন ফুটেজে একটি গাড়ির আগুনের ধ্বংসাবশেষ এবং ঘটনাস্থলে প্রচুর সংখ্যক পুলিশ সদস্যকে দেখা গেছে।
বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক শহরজুড়ে ‘নিরাপত্তা রেড অ্যালার্ট’ জারি করার নির্দেশ জারি করেন।
পুলিশের উপমহাপরিদর্শক সোহেল জাফর চট্টা বলেন, পুলিশ ওই এলাকায় সকাল ১০টা ১৫ মিনিটে একজন পুরুষ ও একজন নারীসহ একটি ‘সন্দেহজনক গাড়ি’ দেখতে পায়। ‘পুলিশ গাড়িটি থামালে তারা গাড়ি থেকে বেরিয়ে আসেন। পুলিশ তল্লাশি করার সময় তাদের একজন অজুহাত দেখিয়ে গাড়ির ভেতরে যান এবং বিস্ফোরণ ঘটান। ’
সোহেল জাফর জানিয়েছেন, বিস্ফোরণে ঈগল স্কোয়াডের একজন পুলিশ কর্মকর্তা মারা গেছেন এবং অপর চার কর্মকর্তা আহত হয়েছেন। তিনি ‘ইসলামাবাদকে একটি বড় ধরনের হামলা থেকে বাঁচানোর’ জন্য পুলিশের প্রশংসা করেছেন।
দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই বিস্ফোরণের তীব্র নিন্দা করেছেন এবং কর্তৃপক্ষের কাছে ঘটনার প্রতিবেদন চেয়েছেন। এ ছাড়াও বিস্ফোরণে আহতদের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা দেওয়ার জন্য তিনি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ইতিমধ্যে এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।
সূত্র : ডন
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: