
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলে বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টার দিকে উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের মাজার-ই-শরিফ শহরে শ্রমিকদের বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণে প্রাণহানির ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
বালখ প্রদেশের পুলিশের মুখপাত্র মুহাম্মদ আসিফ ওয়াজেরিকে জানিয়েছে, সকাল ৭টার দিকে বালখ প্রদেশে হাইরাতান বন্দরের তেল কম্পানির কর্মীদের বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণ ঘটেছে। এতে সাতজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ছয়জন।
তিনি বলেন, রাস্তার পাশের একটি গাড়িতে বোমা রাখা ছিল। তেল কম্পানির শ্রমিকদের বহনকারী বাসটি পৌঁছানোর পরপরই সেখানে বিস্ফোরণ ঘটে।
ওয়াজেরি বলেছেন, বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বালখের এই বিস্ফোরণের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চলছে।
সূত্র : আলজাজিরা
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: