ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: ৪৪ জনের মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২ ০৩:০৪

আল আমিন
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২ ০৩:০৪

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে আঘাত হেনেছে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের ঘটনায় কমপক্ষে ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ৩০০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপির।

সোমবার ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে ওই ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় প্রশাসনের মুখপাত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, আশঙ্কা করা হচ্ছে, শত শত বা হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিয়ানজুর এলাকা থেকে ১৮ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ১০০ দূরে অবস্থিত রাজধানী জাকার্তা। সেখানেও কম্পন অনুভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে ক্ষয়ক্ষতি এড়াতে উঁচু ভবন থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল।

হারমান সুহেরম্যান নামের এক সরকারি কর্মকর্তা জানান, একটি হাসপাতালে শত শত আহত মানুষকে সেবা দেওয়া হয়েছে। তারা ভবনের ধ্বংসস্তুপের মধ্যে আটকে পড়ে আহত হন।

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: