ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মালদ্বীপে  ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২ ০৩:০৬

আল আমিন
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২ ০৩:০৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: মালদ্বীপের নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের নাম মো. শরিফ উদ্দিন (২৬)। মো. শরিফ উদ্দিন কিশোরগঞ্জের মধ্যম পাটধা গ্রামের মো. রমিজ উদ্দিনের দ্বিতীয় সন্তান।

জানা গেছে, বৃহস্পতিবার মালদ্বীপের স্থানীয় সময় বিকাল ৪টায় পাঁচ তলায় কাজ করতে গেলে ছাদ মনে করে ফলস সিলিংয়ে পা রাখা মাত্রই তা ভেঙে নিচে পড়ে যান তিনি। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে দ্রুত আই জি এম এইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে দ্রুত আইসিইউ বিভাগে হস্তান্তর করেন। পরে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে নিহতের মরদেহ মালদ্বীপের আইজিএমএইচ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: