
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিসহ পাশের শহরগুলোতে ভূকম্পন অনুভূত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টার দিকে এ কম্পন অনুভূত হয়।
এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দুবার ভূমিকম্পে কাঁপল দিল্লি।
এনডিটিভি জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গেল সপ্তাহের শুরুতে দিল্লি অঞ্চলে যে ভূমিকম্প অনুভূত হয়েছিল, তার তুলনায় শনিবারের ভূমিকম্পের তীব্রতা কম ছিল। এর উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। নয়ডা এবং গুরুগ্রামেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
এর আগে, গত মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে নেপালে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর দিল্লিতেও তা অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে, ওই ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। মঙ্গলবারের ভূমিকম্পে নেপালে ছয় জন নিহত ও আট জন আহত হন।
আপনার মূল্যবান মতামত দিন: