
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগাম নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত একটি লং মার্চে বৃহস্পতিবার (৩ নভেম্বর) গুলিবিদ্ধ হন। বর্তমান লাহোরের শওকত খানম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার পর পিটিআই নেতা-কর্মীরা শুক্রবার (৪ নভেম্বর) দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করেছে। কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে।
গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বক্তব্য দেন ইমরান খান। বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘হত্যার ষড়যন্ত্রের বিষয়ে তিনি অবগত ছিলেন।’
ইমরান খান বলেন, ‘আক্রমণকারী সম্পর্কে আমি বিস্তারিত বলব। আগের দিন (বুধবার) আমি হামলা হবে জেনেছিলাম। আমি জানতাম ওয়াজিরাবাদ অথবা ওজরাটে তারা আমাকে হত্যার পরিকল্পনা করেছে।’ বক্তব্যে ইমরান খান পাকিস্তানের গত ৬ মাসের ঘটনা প্রবাহ উল্লেখ করেন।
আপনার মূল্যবান মতামত দিন: