ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গুলিবিদ্ধ ইমরান খানের অবস্থা স্থিতিশীল

আল আমিন | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২২ ২২:৪৮

আল আমিন
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২২ ২২:৪৮

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। তবে তার পায়ে এখনও বুলেটের কিছু অংশ রয়ে গেছে। ফলে তার অস্ত্রোপচার দরকার।

ইমরান খানের সাবেক সহকারী ডা. ফয়সাল সুলতান লাহোরের শওকত খানম হাসপতালের বাইরে সাংবাদিকদের জানিয়েছেন, ইমরানের অবস্থা স্থিতিশীল হলেও এক্স-রে ও স্ক্যানে দেখা গেছে যে তার পায়ে এখনও বুলেটের কিছু অংশ রয়ে গেছে। তার টিবিয়া শিন বোনে একটি চিপসও দেখা গেছে।

তিনি আরও বলেন, তাকে অপারেশন থিয়েটারে নিয়ে বুলেটের বাকি অংশ বের করা হবে।

এদিকে ইমরান খানের উদ্ধৃতি দিয়ে ইনসাফ স্টুডেন্টস ফেডারেশন জানিয়েছে, ইসলামাবাদ অভিমুখে পিটিআই’র লংমার্চ শুক্রবার বেলা ১১টায় ফের শুরু হবে। আগাম নির্বাচনের দাবিতে ইমরান খান এই লংমার্চের ডাক দেন।

গতকাল লংমার্চে গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একে ৪৭ থেকে গুলি করা হয়েছে ইমরানকে। পায়ে গুলি লেগেছে তাঁর। এতে আহত হয়েছে প্রায় ১৫ জন। একজনের মৃত্যুও হয়েছে বলে জানা যাচ্ছে।

সূত্র: জিও নিউজ, ডন


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: