ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ঘোষণা ইমরান খানের

আল আমিন | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২ ০২:০৮

আল আমিন
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২ ০২:০৮

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২৮ অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে লংমার্চের ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এ লংমার্চের ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার লাহোরে এক সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী ২৮ অক্টোবর ইসলামাবাদ অভিমুখে লংমার্চ করব। লাহোরের লিবার্টি চক এলাকা থেকে এ লংমার্চ শুরু হবে।

তিনি দাবি করেন, আসন্ন এ লংমার্চ হবে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় প্রতিবাদ। এ লংমার্চ রাজনীতির জন্য নয়; বরং দেশের ভবিষ্যতের জন্য।

তিনি বলেন, ‘আমরা বেলা ১১টায় লিবার্টি চক এলাকায় জড়ো হব এবং এর পর ইসলামাবাদের দিকে মিছিল শুরু করব’।

লংমার্চে অংশ নেওয়া ব্যক্তিদের শান্তিপূর্ণ থাকার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা কোনো সহিংসতার জন্য ইসলামাবাদ যাচ্ছি না; আমরা কোনো আইন ভঙ্গ করব না; আমরা উচ্চ নিরাপত্তাবলয় বলে পরিচিত রেডজোনে প্রবেশ করব না এবং আমরা রাজধানীতে এমন একটি জায়গায় বিক্ষোভ করব, যেখানে সুপ্রিমকোর্টের অনুমতি আছে।’

পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকৃত স্বাধীনতা’ অর্জনের জন্য এ লংমার্চ ডাকা হয়েছে এবং প্রতিবাদকারীরা শান্তিপূর্ণ উপায়ে তাদের লক্ষ্য পূরণ করবেন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: