ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে ইমরান খানের চ্যালেঞ্জ

আল আমিন | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২ ০৪:১২

আল আমিন
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২ ০৪:১২

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেয়া নির্বাচনের কমিশনের রায়কে আদালতে চ্যালেঞ্জ করেছেন। গতকাল শুক্রবার দেশটির নির্বাচন কমিশনের দেয়া রায়কে আজ চ্যালেঞ্জ করেন ইমরান খান।

রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে ইমরান খান নির্বাচনে অযোগ্য হওয়ার ঘোষণা বাতিলের জন্য আবেদন করেন।

এর আগে গতকাল শুক্রবার বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রি করার অভিযোগ তুলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সরকারি পদের অযোগ্য বলে ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

পাকিস্তানের ক্ষমতাসীন কোয়ালিশনের অভিযোগ, ২০১৮-২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশী উচ্চপদস্থ ব্যক্তিবর্গের কাছ থেকে যেসব উপহার ইমরান পেয়েছিলেন, সেগুলো বিক্রি করে প্রাপ্ত অর্থের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনকে দেননি তিনি। এ ব্যাপারে তারা নির্বাচন কমিশনের রুলিং চেয়েছিলো তার কাছে।

ক্ষমতাসীন জোট এ ব্যাপারে নির্বাচন কমিশনের রুলিং চেয়েছিল। এরপরই নির্বাচন কমিশনের ট্রাইব্যুনাল এক লিখিত রুলিংয়ে সংবিধানের ৬৩ (১) (পি) ধারা অনুযায়ী ইমরান খানকে পার্লামেন্ট বা প্রাদেশিক আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত বা মনোনীত হবার অযোগ্য বলে ঘোষণা করে।

ইমরান খানের দাবি, নির্বাচন কমিশনের এমন ঘোষণা পাকিস্তানের সংবিধানের ৬৩ অনুচ্ছেদের লঙ্ঘন। তিনি আদালতে আবেদন করেন, যাতে তার বিরুদ্ধে ঘোষিত এই শাস্তি বাতিল করা হয় এবং নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করা হয়।

সূত্র: ডন।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: