ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দুই দুর্নীতি মামলায় আরো তিন বছর করে সু চির কারাদণ্ড

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ০০:৫৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ০০:৫৮

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : আরো দুইটি দুর্নীতি মামলায় তিন বছর করে কারাদণ্ড হলো মিয়ানমারের নেত্রী অং সান সু চির।

বুধবার (১২ অক্টোবর) নেইপিদোর সামরিক আদালতে দেয়া হয় এ রায়। খবর রয়টার্সের।

এই নিয়ে সু চির মোট সাজার মেয়াদ দাঁড়ালো ২৬ বছর। শীর্ষ আবাসন ব্যবসায়ীর কাছ থেকে চার দফায় সাড়ে ৫ লাখ ডলার ঘুষ নেয়ার অভিযোগ প্রমাণিত হয় তার বিরুদ্ধে। রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন, অবৈধভাবে ওয়াটকি রাখা, করোনা বিধি লঙ্ঘন, নির্বাচনে জালিয়াতিসহ বেশ কয়েকটি অভিযোগে সু চির বিরুদ্ধে মামলা চলছে। চরম গোপনীয়তার মধ্যে বন্ধ দরজার পেছনে চলে ট্রায়াল।

তবে, নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন ৭৭ বছর বয়সী এ নেত্রী। গত বছর ফেব্রুয়ারিতে এক সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতা থেকে উৎখাত হন সু চি। আটক করে অজ্ঞাত স্থানে রাখা হয় তাকে।



আপনার মূল্যবান মতামত দিন: