ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইমরান খানের বিরুদ্ধে এফআইআর দায়ের

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ১৮:৫৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ১৮:৫৫

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) মঙ্গলবার (১১ অক্টোবর) পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে ‘নিষিদ্ধ অর্থায়নের’ অভিযোগে এফআইআর দায়ের করেছে।

এফআইয়ের ব্যাংকিং সার্কেল পুলিশ স্টেশনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে এই এফআইআর দায়ের করা হয়।

এই এফআইআরে বলা হয়েছে, আবরাজ গ্রুপ ইসলামাবাদের জিন্নাহ এভিনিউতে অবস্থিত একটি ব্যাংকে থাকা পিটিআইয়ের অ্যাকাউন্টে ২.১ মিলিয়ন ডলার ট্রান্সফার করে।

আবরাজ গ্রুপ হলো একটি বেসরকারি ইনভেস্টমেন্ট কোম্পানি, যেটি ছয়টি মহাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে। জালিয়াতির অভিযোগে এটি এখন দেউলিয়া হয়ে গেছে।

এফআইআরে আরো বলা হয়েছে, ওটন ক্রিকেট ক্লাবের দুটি অ্যাকাউন্ট থেকেও পিটিআইয়ের অ্যাকাউন্টে অর্থ লেনদেন করা হয়।

নিষিদ্ধ অর্থায়নের এই এফআইআরে পিটিআইয়ের আরো কয়েকজন নেতার নাম উল্লেখ করা হয়েছে। যে ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে সেই ব্যাংক ম্যানেজারের নামও রয়েছে এতে। সূত্র: জিও নিউজ।

 



আপনার মূল্যবান মতামত দিন: