ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভারতে বিয়ের অনুষ্ঠানের বাস খাদে পড়ে নিহত ২৫

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২ ২১:১৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২ ২১:১৭

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডে বিয়ের অনুষ্ঠানের একটি বাস খাদে পড়ে ২৫ জন নিহত হয়েছে। বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিলেন। আহত অবস্থায় উদ্ধার করা ২১ জনকে নেয়া হয়েছে হাসপাতালে।

বার্তা সংস্থা এএনআই জানায়, ধুমাকোটের বিরোখাল এলাকায় মঙ্গলবার (৪ অক্টোবর) দিবাগত রাতে ঘটে যাওয়া পাউরি গাড়োয়াল বাস দুর্ঘটনায় ২৫ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

রাজ্যের পুলিশ প্রধান অশোক কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ রাতারাতি ২১ জনকে উদ্ধার করেছে। আহতদের কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এ দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন এবং বলেছেন, রাজ্য সরকার হতাহতদের পরিবারের সঙ্গে রয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: