
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর ইরাকে কুর্দি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়েছে ইরান। এতে ৯ বিদ্রোহী নিহত হয়েছে। কুর্দি বিদ্রোহীদের বরাতে আল জাজিরা এই খবর প্রকাশ করেছে।
ইরানের কুর্দিস্তানের ডেমোক্রেটিক পার্টির সদস্য সোরান নুরি জানিয়েছেন, ইরাকের ইরবিলের ৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত কোয়া ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বিদ্রোহী এই গ্রুপটি ইরানে নামের আদ্যক্ষর ‘কেডিপিআই’ নামে পরিচিত।
গত ১১ দিন ধরে ইরানে মাশা আমিনির মৃত্যু কেন্দ্র করে হিজাববিরোধী বিক্ষোভ চলছে। ইরান এই ঘটনায় ইরানি বিচ্ছিন্নবাদী কুর্দিদের দায়ী করছে। বামপন্থি সশস্ত্র গোষ্ঠিটির কার্যক্রম ইরানে নিষিদ্ধ।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: