ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পাকিস্তানে বন্যায় মৃত্যু বেড়ে দেড় হাজার

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২ ২২:২৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২ ২২:২৬

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৫০০ জনে দাঁড়িয়েছে। এখন বিভিন্ন স্থানে বন্যার পানি কমতে শুরু করলেও এখনও হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে রাত্রিযাপন করছে। খবর রয়টার্সের।

পাকিস্তানের উত্তরাঞ্চলের পর্বতগুলোর হিমবাহ গলে নেমে আসা পানিতে পাকিস্তানজুড়ে ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে দেশটির ২২ কোটি মানুষের মধ্যে প্রায় তিন কোটি ৩০ লাখ বন্যার কবলে পড়ে এবং ঘরবাড়ি, ফসল, রাস্তা, সেতু, যানবাহন ও গবাদিপশু ভেসে গিয়ে ৩০ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয় বলে হিসাব করা হয়েছে।

ভয়াবহ এ বন্যায় তলিয়ে যাওয়া পাকিস্তানের বেশিরভাগ এলাকায় এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বন্যার এই সংকটের মধ্যে এখন ডেঙ্গু, ম্যালেরিয়া ও মারাত্মক গ্যাস্ট্রিক সংক্রমণ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, পাকিস্তান ইতোমধ্যে জাতিসংঘের কাছে ১৬ কোটি ডলার সহায়তা চেয়েছে। তবে ভয়াবহ এ বন্যায় দুর্গতদের জন্য নগদ ৭,০০০ কোটি রুপি বরাদ্দ দিয়েছে পাকিস্তান সরকার, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।



আপনার মূল্যবান মতামত দিন: