ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আফগানিস্তানে আত্মঘাতী হামলা: নিহত ১৫

আল আমিন | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২ ০৫:১০

আল আমিন
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২ ০৫:১০

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে তালেবান শীর্ষ নেতা মুজিব রহমান আনসারিসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৩ জন। খবর: আল জাজিরা।

হেরাত পুলিশের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, তালেবানপন্থী ওই ইমাম তার কয়েকজন প্রহরী ও বেসামরিক নাগরিকদের সঙ্গে মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় এক আত্মঘাতী বোমা হামলাকারী তার হাতে চুম্বন করার সময় নিজেকে উড়িয়ে দেন। এতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।

এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা একটি ছবিতে দেখা যায় মসজিদের বাইরে রক্তাক্ত দেহ ছড়িয়ে ছিটিয়ে পরে আছে।

বোমা হামলার নেপথ্যে থাকা অপরাধীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

সূত্র: আল জাজিরা

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: