
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা এবং নতুন নতুন এলাকা বন্যার পানি প্রবেশ অব্যাহত রয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ধু প্রদেশের দাদু জেলা। গতকাল বুধবার পর্যন্ত বন্যায় মোট মারা গেছেন ১ হাজার ১৬২ জন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে ১৫ জুন থেকে এখন পর্যন্ত বন্যায় আরও ৩৫০০ মানুষ আহত হয়েছে।
এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ১৯৪১ জন আহত হয়েছে, এই সময়ে মারা গেছেন আরও ৩৬ জন। সিন্ধের দাদু জেলার ডেপুটি কমিশনার জানিয়েছেন এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১২ লাখ।
চলতি বছরের আগস্ট থেকে এ পর্যন্ত গেল ৩০ বছরের তুলনায় ১৯০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে পাকিস্তানে। এই সময়ে দেশটিতে ৩৯০.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যার মধ্যে বৃষ্টিপাতের হার সিন্ধ প্রদেশে অনেক বেশি।
ইতিহাস বলছে, এই বন্যা যেন দেশটিতে ২০১০ সালে হয়ে যাওয়া বন্যারই প্রতিচ্ছবি। দেশটির ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বন্যা ছিল সেই বারের বন্যা। সেই বন্যায় ২ হাজারের বেশি পাকিস্তানি মারা গিয়েছিলেন।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: