ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

এবার চীনের ২৬ ফ্লাইট বাতিল করলো যুক্তরাষ্ট্র

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ ০০:৩২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ ০০:৩২

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : চীনা বিমান সংস্থার ২৬টি ফ্লাইট বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন একটি বিমান থেকে করোনা রোগী পাওয়ার পর যুক্তরাষ্ট্রের ৬০টি ফ্লাইট বন্ধ করে দিয়েছিল চীন। এ ঘটনার পাল্টা ব্যবস্থা হিসেবেই চীনের চারটি বিমান সংস্থার ফ্লাইট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

ফ্লাইট বন্ধ করে দেওয়া চীনের বিমান সংস্থাগুলো হলো- জিয়ামেন, এয়ার চায়না, চায়না সাইদার্ন এয়ারলাইনস এবং চায়না ইস্টার্ন এয়ারলাইন্স।

আগামী ৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চীনের এ বিমান সংস্থার ফ্লাইট যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছে।

এর আগে চীনের বিমান চলাচল কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র থেকে ৬০ বেশি ফ্লাইট বাতিল করেছে। বিমানে আসা অনেক যাত্রীর করোনা শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। সূত্র: রয়টার্স।

 



আপনার মূল্যবান মতামত দিন: