ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পাকিস্তানে ইমরান খানের বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ

আল আমিন | প্রকাশিত: ২২ আগস্ট ২০২২ ০৭:৪৪

আল আমিন
প্রকাশিত: ২২ আগস্ট ২০২২ ০৭:৪৪

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের লাইভ সম্প্রচার নিষিদ্ধ করেছে পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ)।

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গত সপ্তাহে গ্রেফতার হওয়া ঘনিষ্ঠ সহযোগী শাহবাজ গিলের সঙ্গে বিরূপ আচরণের জন্য শীর্ষ পুলিশ কর্মকর্তা, একজন নারী ম্যাজিস্ট্রেট, পাকিস্তানের নির্বাচন কমিশন ও রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে শনিবার ইসলামাবাদের একটি সমাবেশ থেকে মামলা করার হুমকি দেন ইমরান খান।

এর পরই পিইএমআরএ শনিবার এক বিবৃতিতে জানায়, বারবার সতর্ক করার পরও টেলিভিশন চ্যানেলগুলো ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের’ বিরুদ্ধে বক্তব্য সম্প্রচার বন্ধ করার ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান তার বক্তব্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে ভিত্তিহীন অভিযোগ এবং ঘৃণামূলক বক্তব্য ছড়িয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্রমাগত অভিযোগ করে যাচ্ছেন বলে লক্ষ্য করা যাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, তার এসব বক্তব্য রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ক্ষতিকর। এতে জনগণের শান্তি বিঘ্নিত হতে পারে।

ইমরান খানের বক্তব্য সংবিধানের ৯১ ধারা ও গণমাধ্যমের আচরণবিধির লঙ্ঘন বলেও বিবৃতিতে জানিয়েছে পিইএমআরএ।

আরও বলা হয়েছে, যোগ্য কর্তৃপক্ষ অর্থাৎ চেয়ারম্যান অব পিইএমআরএ ওপরে উল্লিখিত পটভূমি এবং কারণগুলোর পরিপ্রেক্ষিতে, পিইএমআরএ (সংশোধন) আইন ২০০৭ দ্বারা সংশোধিত পিইএমআরএ অধ্যাদেশ ২০০২-এর ধারা ২৭(ক) তে উল্লেখিত কর্তৃপক্ষের অর্পিত ক্ষমতা প্রয়োগ করার জন্য, এতদ্বারা তাৎক্ষণিকভাবে সমস্ত স্যাটেলাইট টিভি চ্যানেলে ইমরান খানের লাইভ বক্তৃতা সম্প্রচার নিষিদ্ধ।’

 

বিদেশ বার্তা/এএএ



আপনার মূল্যবান মতামত দিন: