
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের অর্থনীতিকে সঠিক গতিপথে ফিরিয়ে আনতে দেশটির সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে। এতে দেশটি অর্থনৈতিক পতন এড়াতে সক্ষম হবেন। এই জন্য দেশের জনগণকে একটু কষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল।
পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, গত ২২ জুলাই সপ্তাহান্তে দেশটির আনুষ্ঠানিক বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭৫৪ মিলিয়ন ডলার হ্রাস পেয়ে ৮.৫৭ বিলিয়ন ডলারে নেমে আসে। ফলে আমদানি অর্থ পরিশোধে দেশটি হিমশিম খাচ্ছে।
মার্কিন গণমাধ্যম সিএনবিসি নিউজের সাথে এক সাক্ষাতকারে পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেন, পাকিস্তান শ্রীলঙ্কা হওয়ার পথে কি না তা নিয়ে গুরুতর উদ্বেগের সৃষ্টি হয়েছিল। কিন্তু সৌভাগ্যক্রমে আমরা কিছু উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছি। আমি মনে করি আমরা গুরুতর পরিস্থিতি এড়াতে পেরেছি।
মিফতাহ ইসমাইল বলেন, আমরা এখন আইএমএফের প্রোগ্রামে আছি। আমরা স্টাফ পর্যায়ের চুক্তিতে পৌঁছেছি। এই মাসের শেষদিকে বোর্ডের অনুমোদন পাওয়ার আশা করছি। আমরা জ্বালানি থেকে, বিদ্যুৎ থেকে ভর্তুকি তুলে দিয়েছি…কর বাড়িয়েছি। তাই আমি মনে করি আমরা সঠিক পথে আছি'।
সূত্র : সিএনবিসি নিউজ
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: