ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শিলিগুড়িতে ভূমিকম্প, কাঁপলো পশ্চিমবঙ্গ-সিকিমও

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩১ জুলাই ২০২২ ২১:৫৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩১ জুলাই ২০২২ ২১:৫৯

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : শিলিগুড়িতে ভোররাতে ভূমিকম্প হয়েছে। এর উৎসস্থল নেপাল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৩। উত্তরবঙ্গের পাহাড়সহ সিকিমেও অনুভূত হয়েছে কম্পন।

শনিবার (৩০ জুলাই) দিবাগত রাত ৩-৪ টার দিকে অনুভূত হয় উত্তরবঙ্গের একাধিক জায়গায়।

ভূমিকম্প হওয়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। গত ২ জুলাইও ভূমিকম্প অনুভূত হয়েছিল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। রাত ১১টা ৫৯ মিনিটে মৃদু কম্পন অনুভূত হয় দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ি, আলিপুরদুয়ারসহ বিস্তীর্ণ অঞ্চলে। যদিও কম্পনের উৎসস্থল ছিল ভুটান।

সেটিরই প্রভাব পড়ে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ি ও আলিপুরদুয়ারে। তবে কম্পনের তীব্রতা খুব বেশি ছিল না। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা কোথাও ছিল ৩.১ ও কোথাও ছিল ৪.১। স্থায়িত্বও খুব বেশিক্ষণ ছিল না। ফলে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি। তবে একে টানা বৃষ্টি, তার ওপর রাত-দুপুরে ভূমিকম্পের ঘটনায় পাহাড় থেকে সমতলে আতঙ্ক ছড়িয়েছে।

মাসের শুরুতে ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটানের সামস্তে জোংখাগ এলাকা। এটা ভুটানের রাজধানী থিম্পু থেকে প্রায় ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৪.৭। তবে কম্পন খুব স্বল্প সময়ের জন্য স্থায়ী হওয়ায় এখনো পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি। তবে ভুটানের ভূমিকম্পের প্রভাবেই কেঁপে ওঠে সংলগ্ন দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ারসহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। সূত্র: নিউজ১৮।



আপনার মূল্যবান মতামত দিন: