ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দীনেশ গুনবর্ধনে

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২২ জুলাই ২০২২ ২১:৪১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২২ জুলাই ২০২২ ২১:৪১

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দীনেশ গুনবর্ধনে।

শুক্রবার (২২ জুলাই) শপথ নেন ৭৩ বছর বয়সী গুনবর্ধনে। দীনেশ গুনবর্ধনে শ্রীলঙ্কায় রাজাপক্ষের ঘনিষ্ঠ পরিচিত।

প্রেসিডেন্টের দফতরের ঘনিষ্ঠ এক সূত্রকে উদ্ধৃত করে ‘দ্য হিন্দু’ এ খবর জানিয়েছে।

বিক্রমসিংহে জানিয়েছেন, যতক্ষণ না বিরোধী দলগুলো সরকারকে সহযোগিতায় রাজি হচ্ছে ততক্ষণ পুরনো মন্ত্রিসভা নিয়েই তিনি কাজ চালাবেন।

বিক্রমসিংহে ইতিমধ্যেই দেশের অন্য রাজনৈতিক দলগুলোকে সরকারে অংশ নিতে আহ্বান জানিয়েছেন। তবে বিরোধীদলগুলি এখনও এ ব্যাপারে কোনও সদুত্তর দেয়নি।



আপনার মূল্যবান মতামত দিন: