ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

প্রেসিডেন্ট নির্বাচনের আগে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৮ জুলাই ২০২২ ২০:৩৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৮ জুলাই ২০২২ ২০:৩৯

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশটিতে ফের জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

সোমবার (১৮ জুলাই) থেকে জরুরি অবস্থা কার্যকর হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম কলম্বো গেজেটের প্রতিবেদনে জানানো হয়েছে, জরুরি অবস্থা নিয়ে বিক্রমাসিংহে একটি নোটিশ জারি করেছেন। যেখানে বলা হয়, জননিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং প্রয়োজনীয় সরবরাহ ও পরিসেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে জনসাধারণের জন্য জরুরি অবস্থা জারি করা প্রয়োজন।

আগামী ২০ জুলাই শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটির আগেই এ জরুরি অবস্থা জারি করা হলো।

শ্রীলঙ্কায় তীব্র অর্থনৈতিক সংকটের জেরে ১০০ দিনের বেশি সময় ধরে সরকারবিরোধী আন্দোলন চলছে। গত ৯ জুলাই বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্যালেস থেকে পালিয়ে অন্যত্র চলে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাক্ষে। পরে তিনি পদত্যাগ করেন। তার ভাই ও সাবেক অর্থমন্ত্রী বসিল রাজাপক্ষেও দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।

এর আগে প্রেসিডেন্ট গোতাবায়া পক্ষের ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন।



আপনার মূল্যবান মতামত দিন: