
আন্তর্জাতিক ডেস্ক : দেশ ছেড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে।
শ্রীলঙ্কার ডেইলি মিররের খবরে বলা হয়, ৯ই জুলাই বিক্ষোভকারীরা তার বাসভবনের ভিতরে প্রবেশ করলে সেখান থেকে পালান তিনি। এরপর শ্রীলঙ্কার জলসীমার মধ্যে নৌবাহিনীর একটি নৌযানে ছিলেন। তারপর সোমবার (১১ জুলাই) তিনি দেশ ছেড়েছেন। তবে রাজাপাকসে কোন দেশে গেছেন তা নিশ্চিত করে বলা হয়নি।
এরই মধ্যে তিনি স্পিকারকে জানিয়ে দিয়েছেন, আগামী ১৩ই জুলাই প্রেসিডেন্সির ক্ষমতা ছাড়বেন তিনি। এরপর অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ পড়ানো হবে প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহেকে।
আপনার মূল্যবান মতামত দিন: