
আন্তর্জাতিক ডেস্ক: আগেই শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার জানিয়েছিলেন আগামী ১৩ জুলাই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
আজ সোমবার সেই বিষয়টিই আবার নিশ্চিত করেছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়। জানানো হয়েছে, এবার গোতাবায়া নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানানো হয়েছে, গোতাবায়া রাজাপাকসে নিজেই আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আগামী বুধবার পদত্যাগ করবেন।
শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী পার্লামেন্ট স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়েই গোতাবায়া রাজাপাকসেকে পদত্যাগ করতে হবে।
বিক্ষোভের মু্খে প্রেসিডেন্ট ভবন ছাড়ার পর বর্তমানে নৌবাহিনীর একটি জাহাজে অবস্থান করছেন গোতাবায়া। বিশেষ সামরিক সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এমনটাই দাবি করেছে।
সূত্র: বিবিসি
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: