ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

২০২৪ সালের মধ্যে শ্রীলঙ্কার অর্থনীতি অবস্থা ফিরে আসবে: প্রধানমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ৬ জুলাই ২০২২ ০৭:১৪

আল আমিন
প্রকাশিত: ৬ জুলাই ২০২২ ০৭:১৪

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  শ্রীলঙ্কার অর্থনীতি ফেরাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তবে এটার জন্য দেড় বছর (১৮ মাস) সময় লাগবে বলেও মন্তব্য করেছেন তিনি।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে এক সাক্ষাৎকারে শ্রীলঙ্কার এই প্রধানমন্ত্রী বলেন, ২০২৩ সাল কঠিন হতে যাচ্ছে। তবে ২০২৪ সালের মধ্যে অবস্থা ফিরে আসবে।

গত সাত দশকের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার মজুত কমে যাওয়ায় খাদ্য, জ্বালানি ও ওষুধসহ প্রয়োজনীয় জিনিস আমদানি করতে পারছে না দেশটি।

ভঙ্গুর অর্থনীতির গতি ফেরাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মধ্যেই গত সপ্তাহে দাতা সম্মেলন আয়োজনের কথা জানান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। আগামী আগস্ট মাসে দাতা সম্মেলনে চীন, ভারত ও জাপানকে আমন্ত্রণ জানাবে দেশটি। এ সম্মেলনের মধ্য দিয়ে আরও সহায়তা চাওয়ার পাশাপাশি একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবে শ্রীলঙ্কা সরকার।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: