
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মনিপুর রাজ্যে ভূমিধসের ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ২০ জন। এই দুর্যোগে এখন পর্যন্ত ৪০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর বিবিসি
গত বুধবার একটি নির্মাণাধীন রেলওয়ে প্রকল্পে ভূমিধসের কারণে এই হতাহতের ঘটনা ঘটে।
হতাহতদের অধিকাংশই ওই প্রকল্পের শ্রমিক এবং ভারতীয় সেনাবাহিনীর কিছু স্বেচ্ছাসেবীও আছেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে এই হতাহতের ঘটনা ঘটে।
মৌসুমি বৃষ্টির কারণে ভারতের আসাম, মনিপুর, মেঘালয় ও ত্রিপুরায় বেশকিছু দিন ধরেই বন্যা অব্যাহত রয়েছে।
এই বন্যায় আসামেই ১৫০ জনের বেশি মানুষের প্রাণহানী ঘটেছে, বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখের বেশি মানুষ।
এক টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংজির সঙ্গে কথা হয়েছে। পরিস্থিতির পর্যালোচনা করেছি আমি। কেন্দ্রের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দেয়া হয়েছে। আমি ক্ষতিগ্রস্তদের সুরক্ষা প্রার্থনা করি।
মৃত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে জানাই সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
সূত্র: বিবিসি
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: