ঢাকা | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চীনে ৫.২ মাত্রার ভূমিকম্প

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৪ জুলাই ২০২২ ০০:৩২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৪ জুলাই ২০২২ ০০:৩২

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উইঘুর অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে স্থানীয় সময় রবিবার (৩ জুলাই) ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি) জানিয়েছে, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আকি কাউন্টিতে স্থানীয় সময় সকাল ৬টা ২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

মাত্র একদিন আগেই দেশটিতে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় শনিবার ভোর ৩টা ২৯ মিনিটে জিনজিয়াং প্রদেশে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

এর আগে গত ৮ জুন ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তার আগে গত ৬ জুন জিনজিয়াং প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এছাড়া গত ১ জুন স্থানীয় সময় বিকাল ৫টায় চীনের সিচুয়ান প্রদেশে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

সে সময় ওই ভূমিকম্পে ১৪ হাজার ৪২৭ জন ক্ষতিগ্রস্ত হয়। ওই ভূমিকম্পে চারজন নিহত এবং আরো ৪১ জন আহত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: