ঢাকা | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বজ্রপাতে বিহারে অন্তত ১০ জনের প্রাণহানি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩ জুলাই ২০২২ ১৯:৪১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩ জুলাই ২০২২ ১৯:৪১

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহারের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে জানা গেছে, সারান জেলায় বজ্রপাতে ছয় জনের মৃত্যু হয়েছে। সিওয়ান, হাজিপুর, বাঁকা ও গোপালগঞ্জ জেলায় একজন করে মারা গেছেন।

গত ২৪ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে বিহারে বজ্রপাতে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

বিহারের উত্তর-মধ্য ও দক্ষিণ-পশ্চিম অংশের একাধিক এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। বারাউনিতে বৃষ্টির পরিমাণ ৯৩.২ মিমি। বীরপুরে বৃষ্টি হয়েছে ৬৮.৮ মিমি। দেশটির আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বিহারে আপাতত বৃষ্টি অব্যাহত থাকবে। আগামী ৪ জুলাই পর্যন্ত বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: