ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ফের আফগানিস্তানে ভূমিকম্প: নিহত ৫

আল আমিন | প্রকাশিত: ২৫ জুন ২০২২ ০২:৫৬

আল আমিন
প্রকাশিত: ২৫ জুন ২০২২ ০২:৫৬

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: দু’দিন বাদে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো আফগানিস্তানে। আগে যে এলাকায় শক্তিশালী ভূমিকম্প ভূকম্পন আঘাত হেনেছিল, ঠিক সেই এলাকার কাছেই আজ শুক্রবার ফের ভূকম্পন আঘাত হেনেছে। খবর রয়টার্স ও জিওটিভির।

এদিন পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। বাংলাদেশ সময় সকাল পৌনে ৮টার দিকে আঘাত হানে এ ভূকম্পন।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান জানিয়েছেন, সকালে পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশের গায়ান জেলায় আবারও ভূমিকম্প হয়েছে। প্রাথমিকভাবে এতে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, গত বুধবার রাজধানী কাবুলের ১৬০ কিলোমিটার দক্ষিণপূর্বে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন। ভূমিকম্প কবলিত এলাকার রাস্তাঘাট ও মোবাইল টাওয়ার ধ্বংস হয়ে গেছে। দেড় হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: