ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পাকিস্তানে ধর্ষণ বাড়ায় ‘জরুরি’ অবস্থা ঘোষণা

আল আমিন | প্রকাশিত: ২৩ জুন ২০২২ ০৩:৫৮

আল আমিন
প্রকাশিত: ২৩ জুন ২০২২ ০৩:৫৮

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব রাজ্য নারী ও শিশুদের ওপর ধর্ষণের ঘটনা মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছে প্রশাসন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলা করতে পাঞ্জাব প্রশাসন জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে ধর্ষণ মোকাবিলা করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে পাঞ্জাব প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (২০ জুন) এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী আত্তা তারার সংবাদমাধ্যমকে জানান, প্রশাসন ধর্ষণ মোকাবিলা করতে ‘জরুরি অবস্থার’ সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘দেশের নারী ও শিশুদের ওপর অত্যাচার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। প্রদেশে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিশু ও নারীরা। এটা সরকারের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও জানিয়েছে, প্রায় প্রতিদিন পাঞ্জাবে চার থেকে পাঁচটা ধর্ষণের অভিযোগ জমা পড়ছে। তাই সরকার এর বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিচ্ছে।

এই পরিস্থিতি মোকাবেলায়, জরুরি অবস্থা জারির ঘোষণাও দেন তিনি।’ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দাবি, অভিযুক্ত অনেককেই গ্রেপ্তার করা হয়েছে।

পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ধর্ষণ বিরোধী প্রচার শুরু হয়েছে প্রশাসনের উদ্যোগে। স্কুলে যৌন হয়রানি রুখতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। সূত্র: খালিজ টাইমস।

গ্লোবাল জেন্ডার গ্যাপ সূচক-২০২১ এর তথ্য বলছে, নারী নির্যাতনের ঘটনায় ১৫৬টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩।

ইন্টারন্যাশনাল ফোরাম ফর রাইটস অ্যান্ড সিকিউরিটি (আইএফএফআরএএস) এ প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়েছে, পাকিস্তানে গত চার বছরে ১৪ হাজার ৪৫৬টি ধর্ষণের রিপোর্ট পাওয়া গেছে। যেখানে পাঞ্জাবে এ ধরনের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি।

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: