
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ২৫০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো বহু মানুষ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরা অনেক ছবিতে দেখা যায় পাকতিকা প্রদেশে শক্তিশালী এই ভূমিকম্পে বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
বুধবার (২২ জুন) দিবাগত রাত ২টার দিকে দক্ষিণ এশিয়ার দেশটিতে এ ভূকম্পন আঘাত হানে। ভূমিকম্পটি দক্ষিণ-পূর্ব শহর খোস্ত থেকে প্রায় ৪৪ কিলোমিটার (২৭ মাইল) দূরে পর্যন্ত আঘাত হানে।
স্থানীয় এক সরকারী কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, মৃতের সংখ্যা ২৫০ জনের বেশি হতে পারে। কম্পক্ষে আরো ১৫০ জনেরও বেশি আহত হয়েছে।
তালেবান প্রশাসনের দুর্যোগ মন্ত্রণালয়ের প্রধান মোহাম্মদ নাসিম হাক্কানি বলেছেন, তারা আরো তদন্ত শেষ করার পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে সেখানে হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন তিনি।
রয়টার্সের বরাত দিয়ে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে।
ইএমএসসি ওয়েবসাইট এবং টুইটারে পোস্ট করা প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুসারে আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও এটি অনুভূত হয়েছে বলে জানিয়েছেন অনেকে।
আপনার মূল্যবান মতামত দিন: