ঢাকা | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

হাসপাতালে ভর্তি কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী

আল আমিন | প্রকাশিত: ১৩ জুন ২০২২ ০২:৫৭

আল আমিন
প্রকাশিত: ১৩ জুন ২০২২ ০২:৫৭

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ রবিবার দুপুরে এক প্রতিবেদনে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

করোনা সম্পর্কিত অসুস্থতার কারণেই সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে কংগ্রেস। ররিবার দলটি আরও জানিয়েছে, সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন সোনিয়া গান্ধী। সংক্রমিত হওয়ার পর থেকেই আইসোলেশনে ছিলেন।

কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সুরজেওয়ালা টুইটে জানিয়েছেন, আজ গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোনিয়ার করোনা ছাড়াও অন্যান্য শারীরিক অসুস্থতা রয়েছে। এর আগে সার্ভিক্যাল ক্যানসারে আক্রান্ত সোনিয়ার সফল অস্ত্রোপচার হয় নিউ ইয়র্কের একটি হাসপাতালে। তার পরে কিছুটা সুস্থ হয়েছিলেন কংগ্রেসের সর্বময় এই নেত্রী।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: