ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে গুলি, নিহত ২

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১১ জুন ২০২২ ২১:৩২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১১ জুন ২০২২ ২১:৩২

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ উপদূতাবাসের সামনে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জুন) দুপুরে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন উপদূতাবাসের কাউন্সিলর (কনস্যুলার) বশির উদ্দিন।

তিনি আরো জানান, উপদূতাবাসের নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের এক সদস্য এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। এতে স্কুটি আরোহী এক নারী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত হন একজন পুরুষ। পরে নিজের বন্দুক দিয়ে আত্মঘাতী হন ওই পুলিশ সদস্য।

কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, আত্মঘাতী পুলিশ সদস্যের নাম চোদুপ লেপচা। তিনি কলকাতা পুলিশের পঞ্চম ব্যাটালিয়নের সদস্য। মাত্র চারদিন আগে তিনি বাংলাদেশ উপদূতাবাসের পুলিশ আউটপোস্টের ডিউটিতে যোগ দেন। তিনি কিছুদিন ধরে পারিবারিক সমস্যায় জর্জরিত ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনার পরপরই পুলিশের বড় একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য কেন গুলি ছুড়েছেন সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি কলকাতা পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন: