ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২২

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৯ জুন ২০২২ ০৫:০৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৯ জুন ২০২২ ০৫:০৯

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি বাস খাদে পড়ে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুন) পাহাড়ি এলাকার একটি রাস্তায় মোড় নেওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনা কবলিত বাসটি অন্তত কয়েকশ ফুট গভীর খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে বশে কয়েকজন নারী ও একটি শিশু রয়েছে।

বেলুচিস্তানের জোব জেলার ডেপুটি কমিশনার হাফিজ মোহাম্মদ কাসিম গণমাধ্যমকে বলেন, যাত্রীবাহী বাসটি জোব শহর থেকে লোরালিয়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থালে উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি দেশটির পুলিশ।

এ ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো গভীর শোক প্রকাশ করেছেন। সূত্র : ডন ও আল-জাজিরা



আপনার মূল্যবান মতামত দিন: