
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ পাঁচ ঘণ্টা পর নেপালের নিখোঁজ বিমানের খোঁজ মিলেছে। বিমানটি একটি নদীর কাছে বিধ্বস্ত হয়েছে।
নেপালের স্থানীয় গণমাধ্যমের বরাতে ভারতের এএনআইয়ের খবরে বলা হয়েছে, বিমানটি কোয়াং গ্রামে খুঁজে পাওয়া গেছে। এটি লামচে নদীর কাছে বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে রওনা হয়েছে নেপালের সেনাবাহিনী।
এর আগে ভ্রমণের সময় মাঝ আকাশ থেকে নিখোঁজ হয় নেপালের এই বিমান। দেশটির ‘তারা এয়ারলাইন্সের’ ওই বিমানে ১৯ যাত্রী ও ৩ ক্রুসহ মোট ২২ জন আরোহী ছিলেন।
স্থানীয়দের দেওয়া তথ্যের বরাত দিয়ে নেপালের সেনাবাহিনীর মুখপাত্র নারায়ন সিলওয়াল বার্তা সংস্থা এএনআইকে বলেন, তারা এয়ারের বিমানটি লামছে নদীর মোহনায় বিধ্বস্ত হয়। এটি মানপতি হিমালে ভূমিধসের কবলে পড়েছে। নেপাল সেনাবাহিনী স্থল ও আকাশপথ দিয়ে ঘটনাস্থলের দিকে অগ্রসর হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নেপালের অভ্যন্তরীণ রুটের এই ফ্লাইটটি পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। তবে ভ্রমণের সময় মাঝ আকাশে থাকা অবস্থায় বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সূত্র: এনডিটিভি
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: