ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন

আল আমিন | প্রকাশিত: ১২ মে ২০২২ ০৫:৩৭

আল আমিন
প্রকাশিত: ১২ মে ২০২২ ০৫:৩৭

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  এক ডলার কিনতে লাগছে ১৯০ পাকিস্তানি রুপি। এমন দিন এর আগে কখনও পাকিস্তানি মুদ্রার দেখতে হয়নি বলেই শোনা যাচ্ছে।

বুধবার পাকিস্তানের আন্তঃব্যাংক বাজারে ডলারের বিপরীতে পাওয়া গেছে ১৯০.১০ রুপি।

পাকিস্তান এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাফর পারাচা জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিদেশি মুদ্রার মজুদের বিষয়ে চাপ দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ‘আমাদের এ বছর ১০ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে... এখনই ব্যবস্থা না নিলে রুপির ওপর আরও চাপ বাড়বে।’
তেল আমদানির উচ্চ বিল পরিশোধ করতে গিয়ে রুপির ওপর চাপ বাড়ছে বলে জানিয়েছেন পাকিস্তানের হাবিব গ্রুপের পরিচালক আহসান মেহান্তি।

ইমরান খানের সরকারের পতনের পর থেকে দ্রুতই কমতে থাকে পাকিস্তানি মুদ্রার মান। এই পরিস্থিতি চলতে থাকলে পাকিস্তানি রুপির দাম আরও কমতে পারে বলে শঙ্কা করছেন দেশটির অর্থনীতিবিদরা।

অবশ্য পাকিস্তানি গণমাধ্যম ডন বলছে, নিয়ন্ত্রণহীন আমদানি আর বিপরীতে নিম্নমুখী রপ্তানির কারণেই কমছে রুপির মান।

সূত্র: ডন

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: