
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যে ২০০৮ সালে ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ৪৯ অভিযুক্তের মধ্যে ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে গুজরাটের বিশেষ এক আদালত।
১১ জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালতের বিচারক এআর প্যাটেল। বাকি ২৮ জনকে দেয়া হয় বেকসুর খালাস। খবর এনডিটিভি।
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ৪৯ জনকে দোষী সাব্যস্ত করা হয়।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ জানুয়ারি ৭০ মিনিটে চালানো ২১টি বোমা হামলায় ৫৬ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছেন দুই শতাধিকের বেশি মানুষ। ঘটনার পর ৭৮ জনকে আসামি করে ২০০৯ সালের ডিসেম্বরে শুরু হয় মামলার কার্যক্রম।
বিদেশ বার্তা/এএএ
আপনার মূল্যবান মতামত দিন: