ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আন্দোলনের মুখে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদত্যাগ

আল আমিন | প্রকাশিত: ১০ মে ২০২২ ০৩:১৭

আল আমিন
প্রকাশিত: ১০ মে ২০২২ ০৩:১৭

মাহিন্দা রাজাপাকসে

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় চলমান আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সোমবার (৯ মে) তিনি পূর্ব সিদ্ধান্ত মোতাবেক পদত্যাগের ঘোষণা দেন। ভারতের গণমাধ্যম এনডিটিভি এই খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের অনুরোধে প্রধানমন্ত্রী রাজা পাকসে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যম কলম্বো পেজ-এর এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে মাহিন্দা রাজাপাকসেকে সরে যেতে অনুরোধ করেন। তার অনুরোধে ইতিবাচক সাড়া দেন মাহিন্দা রাজাপাকসে। তার পদত্যাগের ফলে মন্ত্রিসভাও ভেঙে যাবে।

কয়েকটি রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পরের সপ্তাহে মন্ত্রিসভার রদবদল করা হবে।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ও তার মন্ত্রিপরিষদ উৎখাতে সম্প্রতি অনাস্থার ঘোষণা দেয় দেশটির প্রধান বিরোধীদল। পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবিওয়ারদেনার কাছে অনাস্থা ভোটের প্রস্তাবও দেওয়া হয়।

অবশেষে মাহিন্দা রাজাপক্ষেকে পদত্যাগে বাধ্য করে তার মন্ত্রিপরিষদও ভাঙতে সক্ষম হলো দেশটির বিরোধীদল ও বিক্ষোভকারীরা।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: