
স্পোর্টস ডেস্ক: ফ্রান্সকে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা এনে দিতে চেষ্টার কোনো কমতি রাখেননি কিলিয়ান এমবাপে। নিশ্চিত হারের মুখে থাকা দলকে অনবদ্য হ্যাটট্রিকে বারবার ফিরিয়েছিলেন ম্যাচে। ফাইনাল টাইব্রেকারে নিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান তারই। শেষ পর্যন্ত আকাঙ্ক্ষিত সোনালী ট্রফিটা হাতে না উঠলেও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার 'গোল্ডেন বুট' ঠিকই জিতে নিলেন তরুণ ফরাসি স্ট্রাইকার।
মেসি এবং এমবাপে দু’জনই বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছিলেন ৫টি করে গোল নিয়ে। ম্যাচের ২৩ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। সে সঙ্গে নিজের গোলও বাড়িয়ে নেন ৬টিতে।
দ্বিতীয়ার্ধে এসে এক মিনিটেরও কম ব্যবধানে জোড়া গোল করে বসেন এমবাপে। একটি পেনাল্টি থেকে। অন্যটি করেন দুর্দান্ত এক প্লেসিং শটে।
সে সঙ্গে এমবাপের গোল হয়ে যায় ৭টি। মেসির ৬টি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এই অর্ধে এসে লিওনেল মেসি এক দুর্দান্ত গোল করেন। সমান হয়ে যায় দু’জনের গোল।
এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয় অংশে আবারও পেনাল্টি পেয়ে যায় ফ্রান্স। শট নেন এমবাপে। গোল। হ্যাটট্রিক। ফলে সাত গোল করা মেসিকে পিছনে ফেলে আসরে আট গোল নিয়ে গোল্ডেন বুট জিতলেন ২৩ বছরের তরুণ তুর্কি এমবাপে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: