ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিশ্বভ্রমণ শেষে কাতারে পৌঁছেছে ট্রফি

আল আমিন | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২ ০১:১০

আল আমিন
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২ ০১:১০

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: বিশ্বের ৫০টির বেশি দেশ ও অঞ্চল ঘুরে রবিবার (১৩ নভেম্বর) ফুটবল বিশ্বকাপের আসল ট্রফি কাতারে পৌঁছেছে। ২০ নভেম্বর শুরু হতে যাচ্ছে বৈশ্বিক সবচেয়ে বড় এই আয়োজন। খবর গাল্ফ টাইমসের।

এবারের বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ শুরু হয় মে মাসে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে। ২০২২ বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশসহ অন্যান্য দেশেও এটি নেওয়া হয়। ফুটবল বিশ্বকাপের ট্রফি অন্যান্য দেশে নেওয়ার রীতি চালু হয় ২০০৬ সালে।

ট্রফি অন্যান্য দেশে নেওয়ার ফলে ফুটবল ভক্তরা এটি দেখার সুযোগ পায়। মোট ৩২ দল এই প্রতিযোগিতায় অংশ নেবে।

জানা গেছে, আসল ফিফা বিশ্বকাপ ট্রফিটি এখন থেকে ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি এবং ফিফার তত্ত্বাবধানে থাকবে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: