
খেলাধুলা ডেস্ক : মাত্র ১২ দিনের মাথায় ভারতীয় ফুটবল ফেডারেশন উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিলো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। ফলে এখন থেকে আন্তর্জাতিক ফুটবলে অংশ নেওয়ায় কোন জটিলতা থাকবে না। আসছে অক্টোবরে নারী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনেও আর বাধা নেই দেশটির।
শুক্রবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে এ বিষয়টি জানায় ফিফা।
এই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে গত মঙ্গলবার ফিফা বরাবর একটি চিঠি দেয় এআইএফএফ। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সম্পাদক সুনান্দো ধর চিঠিতে লিখেছিলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য ফিফার তরফ থেকে যা শর্ত দেওয়া হয়েছিল, সবগুলো মানা হয়েছে। সেই কথা মাথায় রেখেই আমরা দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আবেদন করছি। তাড়াতাড়ি নিষেধাজ্ঞা তুলে নিলে ভারতীয় ফুটবল আরো ভালোভাবে কাজ করতে পারবে। এই চিঠির পরেই সাড়া দিয়েছে ফিফা। নিষেধাজ্ঞা তুলে নিয়ে ভারতকে মুক্তি দিয়েছে ফিফা।
প্রসঙ্গত, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) গত ১৬ আগস্ট ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগ তুলে ভারতের উপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করেছিলো। সভাপতি প্রফুল্ল প্যাটেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নির্বাচন না দেওয়া নিয়ে তৈরি হয় বিতর্ক। এর মধ্যে ভারতীয় সুপ্রিম কোর্ট একটি প্রশাসক কমিটিও করে। ফিফা বেশ কিছুদিন ধরেই এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য তাগাদা দিয়ে যাচ্ছিল ভারতীয় ফুটবল কর্তৃপক্ষকে। তাতে ফল না পাওয়ায় শেষ পর্যন্ত নিষেধাজ্ঞার পথে হাঁটে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা।
আপনার মূল্যবান মতামত দিন: